দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে

দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে

ডেভিড আর গোলিয়াথের গল্প আমরা সবাই জানি। সে সময় এক দৈত্য এক গ্রামের শিশু-কিশোরদের ভয় দেখাত ও বিরক্ত করত।

একদিন সে গ্রামে সতের বছরের একটি রাখাল বালক তার ভাইয়ের বাসায় বেড়াতে আসল। সে তার ভাইকে জিজ্ঞেস করল “আপনারা কেন এই দৈত্যটির সঙ্গে শক্তভাবে লড়াই করেন না”? তার ভাই ভয়ে ভয়ে বলল “তুমি কি দেখতে পাও না সে কত বড় এবং শক্তিশালী”?

কিন্তু বালকটি বলল “না, সে এত বড় যে নিশানা ভুল হওয়ার কোনও সুযোগই নেই”। বাকিটা ইতিহাস, সেই রাখাল বালক ডেভিড একটি পাথর ছুড়ে দৈত্যটিকে হত্যা করল। দৈত্যটি ছিল একই কিন্তু দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন।

এভাবেই আমাদের মনোভাব ঠিক করে দেয় আমরা কোন জিনিসটি কিভাবে দেখবো। একজন ইতিবাচক মানুষের কাছে সফলতা হচ্ছে স্বল্প দূরত্বে ইট ছুড়ে মারার মত সহজ, কিন্তু একজন নেতিবাচক মানুষের কাছে সফলতা হচ্ছে পাহাড়সম প্রতিবন্ধকতা।

তাই দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে।

No comments