সবাইকে নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে

বনের রাজা সিংহ তার আন্ডাবাচ্চা নিয়া রোদ পোহাচ্ছিলো! এমন সময় বাঁদর এসে তার লেজ ধরে দু’টা ঝাকি দিলো!



সিংহ যতোটা না অবাক হলো, তার চেয়ে বিরক্ত হইলো বেশী!

বাঁদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংচি কেটে হাসতে হাসতে চলে গেলো!

সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বললো,
“এত্তোবড় বেয়াদবী! আর আপনি তাকে কিছুই বললেন না!”

সিংহ বললোঃ
বলার সময় এখনো ফুরিয়ে যায়নি! একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে!”

কয়েকদিন পর হঠাত করেই বাঁদর সিংহের সামনে পড়লো এবং এক থাপ্পরে তাকে শেষ করে দিলো সিংহ।

সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলোঃ
“বাপজান! সেদিন এতো অন্যায় করলো! কিছু আপনি কিছুই তাকে বললেন না! অথচ আজকে সে কিছুই করেনি! কিন্তু তাকে মেরে ফেললে?

সিংহ জবাবে বললোঃ
“দিস ইজ পলিটিক্স মাই সান! সেদিনের পর বাঁদর ভালুকরে পাছায় লাথি মেরেছে! হাতির শুড় ধইরা দুলছে! গন্ডারের পিঠে চইড়া নাচছে! হায়নাকে সে কাতুকুতু দিয়েছে!

জিরাফকঃ থাপ্পড় দিয়েছে! আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না! সেখানে তুমি কে?”

“সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাইতেছি, স্বৈরাচারী এবং খুনী আমি!
আজকে একটু পর দেখবি- সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব!”

শিক্ষা:
মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়! যাতে শক্ত করে আছাড় দিলে বেশী ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারে।

No comments