শিক্ষণীয় গল্প: অহেতুক সন্দেহ



একদিন দুটি ছোট ছেলে একসঙ্গে খেলছিল। তারা দুই বন্ধু। একজনের কাছে ছিল কাচের অনেক মার্বেল। নানা রঙের। সেগুলো দেখতে খুবই সুন্দর। অন্যজনের কাছে ছিল অনেক চকোলেট।

নানা রঙের মোড়কে মোড়ানো। প্রথম বন্ধু তার সব মার্বেল অন্য বন্ধুকে দিতে চাইল। বিনিময়ে নিতে চাইল তার সব চকোলেট।

এ শর্তে দ্বিতীয় বন্ধু রাজি হল। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে সব মার্বেল দিয়ে দিল। কিন্তু সবচেয়ে সুন্দর আর বড় মার্বেলটি নিজের কাছে লুকিয়ে রাখল। শর্ত অনুযায়ী দ্বিতীয় বন্ধু তার সব চকোলেট দিয়ে দিল প্রথম বন্ধুকে।

সেই রাতে দ্বিতীয় বন্ধু খুব আরামেই ঘুমাল। কিন্তু প্রথম বন্ধুটি কিছুতেই ঘুমাতে পারল না। সারা রাত তার মনে একটাই চিন্তা ঘুরপাক খেল- হয়তো তার মতোই দ্বিতীয় বন্ধুটিও আরও মজাদার কিছু চকোলেট তাকে না দিয়ে রেখে দিয়েছে নিজের জন্য।

যেভাবে সে নিজেও নিজের জন্য সবচেয়ে বড় ও সুন্দর মার্বেলটি রেখে দিয়েছে।

শিক্ষা:
কাউকে শতভাগ না দিলে নিজেও শতভাগ না পাওয়ার দুশ্চিন্তা থাকে।

No comments